বরিশাল বিভাগীয় ইজতেমায় সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত
প্রকাশিত :প্রকাশিত :
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
২৩
0 বার সংবাদি দেখেছে
বরিশাল বিভাগীয় ইজতেমায় সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর নবগ্রাম রোডের সোনামিয়া পুল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং মাঠে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) পবিত্র জুম্মার নামাজে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এতে আজকের দিনে বরিশালের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে একই মাঠে শুরু হয় বরিশাল বিভাগীয় ইজতেমা। প্রায় ১৪ একর বিস্তৃত মাঠে আয়োজিত এ ইজতেমায় প্রতিদিনই মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনা সাথী রাশেদ জানান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করছেন। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য পুকুর ও নলকূপের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাতের...
31
নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল নগরীর নবগ্রাম রোডের সোনামিয়া পুল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং মাঠে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) পবিত্র জুম্মার নামাজে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এতে আজকের দিনে বরিশালের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে একই মাঠে শুরু হয় বরিশাল বিভাগীয় ইজতেমা। প্রায় ১৪ একর বিস্তৃত মাঠে আয়োজিত এ ইজতেমায় প্রতিদিনই মুসল্লিদের উপস্থিতি বাড়ছে।
তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনা সাথী রাশেদ জানান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করছেন। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য পুকুর ও নলকূপের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাতের সময় নিরাপত্তা ও চলাচলের সুবিধায় মাঠজুড়ে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখা হয়েছে।
জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা ইজতেমার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। উজিরপুরের মুসল্লি আব্দুল করিম বলেন, এত বড় জামাতে নামাজ আদায় করা সত্যিই সৌভাগ্যের। বাবুগঞ্জের রফিকুল ইসলাম বলেন,ইজতেমা আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা দেয়।” নগরীর রুপাতলী এলাকার মুসল্লি মিজানুর রহমান বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে।
তবে বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, তিন দিনব্যাপী এই ইজতেমা আগামী শনিবার (২০ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।