নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কেন্দ্রীয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নতুনভাবে গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব নুরুল আমিনকে, সদস্য সচিব করা হয়েছে সাইফুল ইসলাম আব্বাসকে, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম রাড়ি।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সদর উপজেলা যেহেতু বরিশাল বিভাগের সদর দপ্তরে অবস্থিত, তাই উপজেলা বিএনপির সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এখন সময়ের দাবি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি এক মাসের মধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে যোগ্য, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করবে। পাশাপাশি দ্রুততম সময়ে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের মাধ্যমে বরিশাল সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে দলের কর্মসূচিগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।