
দীর্ঘদিন ধরেই বলিউড অঙ্গনে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার রাহুল মোদীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদেরকে কখনো বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনো কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে দেখা যায় প্রায়ই। এ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার বিয়ের প্রসঙ্গও সামনে এনেছেন নেটিজেনরা।
এতদিন বিয়ে নিয়ে কোন কথার উত্তর না দিলেও এবার এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সরাসরি জবাব দিলেন শ্রদ্ধা। মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা নিজের গয়নার ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ভিডিওতে আগামী ভ্যালেন্টাইন্স ডের বিভিন্ন রকম গয়নার ডিজাইন দেখান।