ময়মনসিংহে শ্রমিককে পুড়িয়ে হত্যায় গ্রেফতার আরও ৩
ময়মনসিংহের ভালুকার ডুবুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাম নামে পোশাক শ্রমিককে হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ভালুকা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ভালুকার আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. নাজমুল (২১)। শনিবার দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, ধারণকৃত ভিডিও এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লোগানের মাধ্যমে জনতাকে উসকানি দিয়ে মব ভায়োলেন্স সৃষ্টি করে হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া মরদেহ ঝুলিয়ে আগুন...