1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাস খানেক আগেও হুমকি দিয়েছে ডন: সালমান শাহের মা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

মাস খানেক আগেও হুমকি দিয়েছে ডন: সালমান শাহের মা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // প্রায় তিন দশক পর সালমান শাহ অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। ১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমানের পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে সোমবার (২০ অক্টোবর) হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশের পর ২০ অক্টোবর রাতে রমনা থানায় সালমানকে হত্যায় জড়িত থাকার অপরাধে অভিনেতার প্রাক্তন স্ত্রী সামির হক, অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে চাঞ্চল্যকর মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

এদিকে সালমান শাহ অপমৃত্যু মামলা হত্যা মামলার নির্দেশের খবরে স্বস্তি ফিরে পেয়েছেন অভিনেতার মা নীলা চৌধুরী। গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো। মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি। এ জন্য শুকরিয়া। অনুভূতি আর কী বলব। আমার সমস্ত শরীর–মন খালি খালি মনে হচ্ছে। ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ছেলেকে মার্ডার করা হয়েছে, মামলা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায়বিচার পাব—এটাই ভালো লাগার কথা।’

সালমানকে হত্যার ঘটনায় ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী তিনি। নীল চৌধুরী বলেন,’এটাই (অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়) আমার কাছে মনে হয়েছে ন্যায়বিচার পাচ্ছি। প্রত্যাশা আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যায়বিচার পাব। এত দিন যারা এত কথা বলেছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের বিচার হতেই হবে।’

আপনাকে কে হুমকি দেখিয়েছে এমন প্রশ্নের জবাবে সালমানের মা গণমাধ্যমকে বলেন, ‘এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরত। সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডনের কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ