নিজস্ব প্রতিবেদক
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিসবটি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুরক্ষায় সরকার আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক দল, অবকাঠামো উন্নয়ন ও আগাম সতর্কবার্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে।‘সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা, প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। তাহলেই আমরা প্রকৃত দুর্যোগ প্রতিরোধে সফল হতে পারব।’
কর্মসুচীতে মেহেন্দিগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।