1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রকস্টারের কোলে পুত্রসন্তান, আমেরিকান প্রবাসীকে বিয়ে করেছেন জেমস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

রকস্টারের কোলে পুত্রসন্তান, আমেরিকান প্রবাসীকে বিয়ে করেছেন জেমস

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বিয়ে করেছেন। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন। এটি জেমসের তৃতীয় বিয়ে।

জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো’তে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪সালের বুধবার (১২ জুন) বিয়ের গাঁটছড়া বাঁধেন।

এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজনেই। এরমধ্যেই আরও এক খবর দিলেন তিনি। এ বছরের ৮ জুন জেমস- নামিয়ার সংসারকে আলোকিত করে নিউইয়র্কের হান্টিং টং হসপিটালে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫মিনিটে জন্ম নেয় প্রথম ছেলে সন্তান জিবরান আনাম।

জানা গেছে, দুজনের বোঝাপড়াটা দারুণ। নামিয়ার পিতা নুরুল আমিন আর মাতা নাহিদ আমিন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।

এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের কাছ থেকে জেমস পেশাগত কারণেই আলাদা হন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

অন্যদিকে জেমস কোনোভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের বিচ্ছেদ হয়।

জেমসে প্রথম স্ত্রী রথির ঘরে এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন। এই বয়সে পুত্র সন্তান জেমসের জীবনে টারনিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এমনটাই মন্তব্য করছেন জেমসের কাছের স্বজন-বন্ধুরা।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ