1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে
74

আন্তর্জাতিক ডেস্ক // জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ মঙ্গলবার ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে। প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। তবে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে চুগোকু ইলেকট্রিক পাওয়ার। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।

বিদ্যুৎ কম্পানির একজন মুখপাত্র জানান, শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ইউনিটটি ২০১১ সালের মার্চে ফুকুশিমার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি বিপর্যয়ের পর বন্ধ ছিল এবং ২০২৪ সালের ডিসেম্বর থেকে পুনরায় চালু করা হয়।

এদিকে প্রথম ভূমিকম্পের পর আরো কয়েকটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সকাল ১০টা ৩৭ মিনিটে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

জেএমএ জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার বেশ কয়েকটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন-ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

সূত্র : জাপান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews