আগামী ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে।
এপি জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক কর্মকর্তা ম্যাচ সরানোর বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে অভিবাসনবিরোধী দমন অভিযান ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।
গত মাসে শিকাগো এলাকায় শুরু হওয়া অভিযানে ইতিমধ্যে এক হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল আগামী শুক্রবার আরেকটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। দুই ম্যাচেই খেলবেন লিওনেল মেসি।
এর আগে চলতি বছরের শুরুতে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলোতে অভিবাসন কর্তৃপক্ষের উপস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছিল। এমনকি ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও দেখা গিয়েছিল বর্ডার প্যাট্রোল সদস্যদের উপস্থিতি।