1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
বাকেরগঞ্জে ছাত্রদল নেতা রুবেলের ইন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা গৌরনদীতে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখার আহ্বান গৌরনদীতে পাহারাদার দের বেঁধে ডাকাতি মামলার অন্যতম সহযোগী সদস্য গ্রেফতার চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং মিথ্যা মামলা করায় বাদীকে কারাদণ্ড, আসামি খালাস বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯ ফেব্রুয়ারিতেই নির্বাচন, দ্বিতীয় কোনো চিন্তা নেই: আইন উপদেষ্টা

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

ইংল্যান্ড থেকে গতকাল বাংলাদেশ সময় রাতে রওনা দিয়ে আজ ১১টার দিকে দেশে পৌঁছান হামজা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

হংকং ম্যাচকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ততা থাকায় একটু পরেই যোগ দিতে হলো হামজাকে।

হোম ম্যাচ ছাড়াও হংকংয়ে গিয়েও খেলবে বাংলাদেশ। সেটিও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। আগামী ১৪ অক্টোবর সেই ম্যাচ খেলে আবার ইংল্যান্ডের পথ ধরার কথা হামজার। এর আগে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলেন। জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেন বাংলাদেশে।

বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ