
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন হাজী আঃ গণী মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে মাদরাসার হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ভর্তি কার্যক্রমের সূচনা হয়।
প্রথম দিনেই বিভিন্ন শ্রেণিতে প্রায় ৩০ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও সব বিভাগে নির্দিষ্ট কোটা অনুযায়ী ভর্তি কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মো. জাফর কাফরাসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, হাজী আঃ গণী মাদরাসা দীর্ঘদিন ধরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে। নতুন শিক্ষাবর্ষেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। এদিকে অনুষ্ঠান শেষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।