
ঝালকাঠির নলছিটিতে পৃথক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ জন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী র্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হন। এ সময় তার কলেজপড়ুয়া মেয়েসহ আরও ৩ যাত্রী গুরুতরভাবে আহত হয়। আনোয়ার দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আ. খালেক আকনের ছেলে। তিনি র্যাব-৪ এ কর্মরত ছিলেন।
অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে একই উপজেলার প্রতাপ এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নিহত আনেয়ার আকনের শ্যালক মো. তামিম জানান, বিজিবি সদস্য হিসেবে তার ভগ্নিপতি র্যাবে কর্মরত ছিলেন। ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে ছুটি নিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসেছেন। নিজেদের বাড়ি থেকে পাশের শ্বশুর বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা শিকার হন। দুর্ঘটনায় ঘটনাস্থলে ভগ্নিপতির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার একাদশ শ্রেণিতে পড়ুয়া ভাগ্নি আইরিন, ইজিবাইকচালক ও অপর এক যাত্রীও আহত হয়। তারা সবাই বরিশাল শেবাচিমে ভর্তি রয়েছেন বলে জানান নিহতের শ্যালক মো. তামিম।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।