
প্রতিবেদনে বলা হয়, টমেটো মূলত আফগানিস্তান থেকে পাকিস্তানে যায়। দুই দেশের মধ্যে ফল, সবজি, খনিজ পদার্থ, গম, চাল, চিনি, মাংস ও ডেয়ারির জিনিস নিয়ে বছরে ২৩০ কোটি ডলারের বাণিজ্য হয়।
কাবুলে পাক-আফগান চেম্বার্স অফ কমার্সের প্রধান খান জান আলোকোজাই বলেছেন, প্রতিদিন দুই পক্ষেরই ১০ লাখ ডলার ক্ষতি হচ্ছে।
এক সরকারি কর্মকর্তা বলেছেন, ২৬ অক্টোবর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। সেখানেই ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক হবে।