
ঝালকাঠির দুটি আসনে ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। এরমধ্যে তিনজন জামায়াতকে সমর্থন ও একজনে বিএনপিকে সমর্থন জানিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত বিএনপির মনোনীত রফিকুল ইসলাম জামালকে সমর্থন দিয়েছেন।