নিজস্ব প্রতিবেদক // অন্যায়ের প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার।
জানা গেছে, শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার কিশোর রমজান মল্লিক রাজাখালী গ্রামের বশির মল্লিকের ছেলে।
খবর পেয়ে ছাত্রদল নেতা গোলাম সরোয়ার সেখানে ছুটে যায় এবং শিশুটির পাশে দাঁড়ায় এবং অন্যায়ের প্রতিবাদ করেন।
নির্যাতনের শিকার কিশোরের বাবা বশির মল্লিক বলেন, “আমি থানায় মামলা করেছি।
এঘটনায় প্রধান অভিযুক্ত মুদি দোকানদার জলিল সিকদার (৫৫)-কে বুধবার (০১অক্টোবর) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করেন।
স্থানীয়রা জানান, মুদি দোকানে চুরির অভিযোগে রমজানকে আটক করে দোকানের ভেতরে নির্যাতন চালানো হয়।রমজানের বয়স বিবেচনায় স্থানীয়ভাবে আমরাই সমাধান করতে পারতাম।এ ঘটনায় ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার নির্যাতনের শিকার কিশোরের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যে দায়িত্ব পালন করেছেন তা আসলেই প্রশংসনীয়।
এ ব্যাপারে জানতে চাইলে দুমকী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার বলেন
রমজান নামের এক কিশোরের উপরে যে অমানবিক মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে আমি তার প্রতিবাদ করি এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের চাওয়াকে প্রাধান্য দিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তার জন্য কাজ করেছি।
আমরা কেউ আইনের উর্ধে না।সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ রইলো। এবং তিনি অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন।