1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ২০২৬ সালে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক দুই দেশ পেয়েছে ভিন্ন ধরনের ড্র। বিশ্বের এক নম্বর দল ভারতকে তুলনামূলক সহজ গ্রুপে রাখা হলেও শ্রীলংকাকে পড়তে হয়েছে কঠিন পরীক্ষায়।

ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি র‍্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা লংকানরা পড়েছে অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) এবং ওমানকে (২০) নিয়ে গঠিত গ্রুপে-যা নিঃসন্দেহে হতে পারে ‘গ্রুপ অব ডেথ’।

অন্যদিকে ভারত ও পাকিস্তান (৭) তাদের গ্রুপে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ। তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) এবং যুক্তরাষ্ট্র (১৮)। প্রতিটি গ্রুপ থেকে দুই দল সুপার এইটে উঠবে। সেই হিসাবে ভারত-পাকিস্তানের জন্য পরের রাউন্ডে ওঠা তুলনামূলক সহজ হওয়া উচিত-তাদের বহুল প্রতীক্ষিত ম্যাচ ১৫ ফেব্রুয়ারি।

মোট চারটি গ্রুপে পাঁচটি করে দল ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্বে একাধিক ‘গ্রুপ অব ডেথ’ দাবি করার মতো পরিস্থিতিও আছে। ইংল্যান্ড (৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৬)-সাবেক দুই চ্যাম্পিয়ন পড়েছে বাংলাদেশ (৯)–এর সঙ্গে, যারা এশিয়ান কন্ডিশনে বেশ শক্ত প্রতিপক্ষ। এ গ্রুপে রয়েছে নেপাল (১৭) ও ইতালি (২৮)।

রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও (৫) পড়েছে কঠিন চ্যালেঞ্জে। তাদের নিউজিল্যান্ড (৪) বা আফগানিস্তানকে (১০) অন্তত একজনকে টপকাতে হতে পারে পরের রাউন্ডে যেতে। যা টি–টোয়েন্টিতে মোটেই সহজ প্রতিপক্ষ নয়। একই গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮), যাদের বিপক্ষে তুলনামূলক সহজ ম্যাচের সম্ভাবনা বেশি। বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

ভারত বিশ্বকাপ শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে, এরপর নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আগাম চুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোয়। ভারতের মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদে ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলংকায় কলম্বোর দুটি ভেন্যুর পাশাপাশি ক্যান্ডিও থাকবে আয়োজক হিসেবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে-তবে পাকিস্তান ফাইনালে উঠলে এই ভেন্যু পরিবর্তন হতে পারে। সেমিফাইনাল আয়োজনের তালিকায় রয়েছে মুম্বাই ও কলকাতা, আর শ্রীলংকার কলম্বোও সেমিফাইনাল বা ফাইনালের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছে।

প্রতি গ্রুপ থেকে দুই দল সুপার এইটে উঠবে, সেখান থেকে চার দল যাবে সেমিফাইনালে, এরপর ফাইনাল। আইসিসি ২৫ নভেম্বর মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে ড্র ঘোষণা করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ