1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে
68

নীলফামারী প্রতিনিধি // নীলফামারী ৩ (জলঢাকা) আসনে জনগণের ভালোবাসার ও ভরসার নাম যেনো হয়ে উঠেছে আলহাজ্ব সৈয়দ আলী।দিন যত ঘনিয়ে আসতেছে নির্বাচনী মাঠ তত শরম গরম হয়ে উঠেছে এদিকেও খবর পাওয়া যাচ্ছে চতুর্দিকে সবার মুখে মুখে, ধানের শীষের কান্ডারী আলহাজ্ব সৈয়দ আলীর জয় জয় লাভ, এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষেই সকলেই নিজের আমানত দান করবেন ধানের শীষের প্রতি। সবাই মনে করেন একজন নীলফামারী ৩ (জলঢাকা) আসনে যোগ্য নিষ্ঠাবান প্রার্থীর দরকার তিনি হবে দানবীর, মায়াশীল এবং সুখে-দুঃখে জনগণের পাশে পাওয়া যায় তাকেই আমাদের দরকার তাইতো এবার নীলফামারী ৩ (জলঢাকা) আসনে প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম,পাড়া, মহল্লায়ে শুধু ধানের শীষের স্লোগান ১২ বয়সের থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই যেনো বলতেছে এই আসনে প্রয়োজন আলহাজ্ব সৈয়দ আলীর। তাইতো বেশ সাড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন ইউনিয়নগুলোতে এ পর্যন্ত এগিয়ে ধানের শীষ। এদিকে গোলনা ইউনিয়নে তবিবার রহমানের সাথে কথা হলে তিনি জানান এ পর্যন্ত আমাদের এখানে যে কাজগুলোতেই বা যেকোনো বিষয়ে আমরা যদি আলহাজ্ব সৈয়দ আলীকে আমন্ত্রণ জানাই তিনি সারা দিয়ে সেটা পালন করেন এবং আমাদের প্রতি কেমন জানি মায়ার নজরে তাকান তাই আমরা তাকেই চাই। এদিকে জলঢাকা উপজেলার শেষ প্রান্তে হরিশচন্দ্র পাঠ এলাকায় এক হিন্দু সম্প্রদায়ের সাথে কথা হলে তারাও বলেন যে আমরা ভোট দেবো এমন এক ব্যক্তি সেভাবে জনগণের আশা ও ভরসার নাম এবং মানুষ তাকে ভালোবেসে চাইবে আলহাজ্ব সৈয়দ আলী এবং ধানের শীষে। তবে বিষয়টি নিয়ে সচেতন নাগরিকরা ও সাধারণ ভোটাররা বলতেছেন যে আমরা এই (জলঢাকা) আসনে এর আগে অনেক প্রার্থীদের দেখেছি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে তা পালন করেনি। আমরা প্রতিশ্রুতি চাইনা কাজ করে নিতে চাই, তাই আমাদের প্রয়োজন এই আসনে ধানের শীষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews