1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পাওনা টাকা চাওয়াতে প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

বরিশালে পাওনা টাকা চাওয়াতে প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নে ১ নং আইচায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (০৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১:৩০ এর সময় মিয়া বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সৈয়দ মোঃ হাবিবুর রহমান (৪৫) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা সৈয়দ ইকবাল হোসেন এর ছেলে। আহত মোঃ হাবিবুর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত মোঃ হাবিবুর রহমান জানান প্রায় ৭ মাস আগে মিজান মাঝি মুরগির খামার দেয়ার কথা বলে হাবিবুর রহমান এর কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার নেন ২ মাস পর ফেরত দেয়ার কথা বলে। কিন্তু মিজান মাঝি ধারের টাকা ফেরত না দিলে হাবিবুর রহমান তার কাছে টাকা ফেরত চাইতে গেলে আজ দিব কাল দিব বলে বহুদিন যাবত গুরা ঘুড়ি করে আসছেন। গত ২ মাস আগে হাবিবুর রহমান টাকা চাইতে গেলে তাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আর বলে এরপর টাকা চাইতে আসলে হাত পা কেটে ফেলবে বলে হুমকি প্রদান করে। ঘটনার দিন ঠিকই মিজান এর কাছে টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে মোঃ মিজান মাঝি ও মোঃ ইমরান সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে ডেগার ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আরও জানা যায় মিজান মাঝি ওই এলাকায় বহুদিন যাবৎ রমরমা মাদক ব্যবসা করে আসছে বলেও অভিযোগ পাওয়া গেছে।এই বিষয় নিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে হাবিবুর রহমানকে মুঠো ফোনে গুম, খুনের হুমকি দিয়ে আসছেন মাদক সম্রাট মিজান বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ