1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ভিনিসিয়ুস-রদ্রিগোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

ভিনিসিয়ুস-রদ্রিগোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

লাস পালমাসকে বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগেও সেই বড় জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। সালজবুর্গকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয় নিয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

 

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে রদ্রিগোর জোড়া গোলের পর গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর দুই বার বল জাল জড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ।

 

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি রিয়ালের। বল দখেলে থাকলেও আক্রমণে ঠিকঠাক যেতে পারছিল না দলটি। বিপরীতে প্রতি-আক্রমণে ভীতি ছড়াতে থাকে সালজবুর্গ। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

২৩তম মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন রদ্রিগো। এগিয়ে যাওয়ার পর দেখা গেল রিয়ালের আসল চেহারা। আক্রমণের পর আক্রমণে ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায়। এবারও গোল করেন রদ্রিগো-ই। জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে ব্যবধান ২-০ করেন এই ব্রাজিলিয়ান। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ৫৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান ভিনিসিয়ুসও। লুকা মদ্রিচের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

৭২তম মিনিটে একসঙ্গে রদ্রিগো ও এমবাপ্পেকে তুলে নেন কোচ। তাদের জায়গায় নামান ব্রাহিম দিয়াজ ও এনদ্রিককে। এর পাঁচ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণ নিজের দ্বিতীয় গোল ভিনিসিয়ুস। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে নিজেদের একমাত্র গোলটি করেন সালজবুর্গ।

 

একই রাতের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হেরে গেছে ফেইনুর্দের কাছে। ৩-০ ব্যবধানে দিনামো জাগরেভকে হারিয়েছে আর্সেনাল। স্পার্তা প্রাহাকে ১-০ গোল হারিয়েছে ইন্টার মিলান। একই ব্যবধানে এসি মিলান হারিয়েছে জিরোনাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ