1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুস্থ জীবনের বিপ্লব, দক্ষিণাঞ্চলে ‘দি নিউ লাইফ’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

সুস্থ জীবনের বিপ্লব, দক্ষিণাঞ্চলে ‘দি নিউ লাইফ’

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪ 0 বার সংবাদি দেখেছে

*সুস্থ জীবনে ফিরেছেন দেড় হাজার মানুষ

*নারীরাও নিচ্ছেন চিকিৎসা, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

*মাদকমুক্ত সমাজ গড়ার দৃষ্টান্ত স্থাপন, সর্বত্র প্রশংসা

এম.আর শুভ
মাদক আজ শুধু ব্যক্তিগত নয়, সামাজিক এক ভয়াবহ ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তির জন্য চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর ভূমিকা রাখছে বরিশালের ‘দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্র’। দক্ষিণাঞ্চলে মাদকাসক্তদের চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে এই কেন্দ্রটি। প্রতিষ্ঠার পর মাত্র ছয় বছরে এখানকার চিকিৎসা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে দেড় হাজারের বেশি মানুষ মাদক ছেড়ে ফিরে গেছেন স্বাভাবিক জীবনে।

মানবিক সেবার মডেল ‘দি নিউ লাইফ’

বরিশাল নগরের সিএনবি পুল এলাকায় অবস্থিত ‘দি নিউ লাইফ’ এখন মাদকাসক্তদের পরিবারের কাছে এক পরিচিত নাম। সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, গত ছয় বছরে ৫০০ ব্যক্তির ওপর জরিপ, দেড় হাজার রোগীর কেস স্টাডি এবং আক্রান্তদের পরিবার-স্বজনদের নিয়ে ১০টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেখা গেছে, নিউ লাইফে চিকিৎসা নেওয়া ৮৫ শতাংশ রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

 

চিকিৎসাই আসক্তি মুক্তির একমাত্র পথ

প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক মুফতি আল মুহিত বলেন, মাদকের ভয়াবহতা রোধে চিকিৎসা কার্যক্রমই সবচেয়ে কার্যকর পথ। সঠিক চিকিৎসা পেলে একজন আসক্ত ব্যক্তি পুরোপুরি মাদকমুক্ত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। এজন্য পরিবারগুলোকেও সচেতন হতে হবে, যাতে তারা আসক্তদের লুকিয়ে না রেখে চিকিৎসার আওতায় আনেন। বর্তমানে কেন্দ্রটিতে ১১০ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ১০ জন নারী। নারী রোগীদের জন্য রয়েছে পৃথক ইউনিট, যেখানে প্রশিক্ষিত নারী স্টাফরা ২৪ ঘণ্টা সেবা দেন।

আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশ

কেন্দ্রটিতে রয়েছে পৃথক আবাসন, মানসম্মত খাবার, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা, বৃহৎ হলরুম, প্রশিক্ষণ কক্ষ ও সুন্দর বাগান। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সচল ৬৪টি সিসি ক্যামেরা বসানো রয়েছে। রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করতে সাইকোলজিক্যাল থেরাপি, পারিবারিক কাউন্সেলিং, সাইকোথেরাপি, শিক্ষামূলক ক্লাস ও ধর্মীয় অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

সরকার অনুমোদিত ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন,
দি নিউ লাইফ সরকার অনুমোদিত ও মানসম্মত নিরাময় কেন্দ্র। দেশের অন্য যেকোনো কেন্দ্রের তুলনায় এটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক। এখানকার চিকিৎসা প্রক্রিয়া আন্তর্জাতিক মানসম্পন্ন। ফলে রোগীদের সুস্থতার হারও তুলনামূলক বেশি।

 

অভিজ্ঞ চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধান

কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জানান, অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, প্রশিক্ষিত নার্স ও দক্ষ স্টাফদের তত্ত্বাবধানে রোগীদের নিবিড় পরিচর্যা দেওয়া হয়। তরুণ সমাজকে মাদকের বিষ থেকে রক্ষা করার সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি। কেন্দ্রটিতে বর্তমানে চিকিৎসাসেবা দিচ্ছেন সাইকিয়াট্রিস্ট তপন কুমার সাহা, সাইকোলজিস্ট তরুণ মিত্র, অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক ও রেজিস্টার্ড নার্সদের একটি দক্ষ টিম।

পরিবার ও সমাজের আস্থার প্রতীক

রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য অনেক নিরাময় কেন্দ্রে যেখানে অপচিকিৎসা বা নির্যাতনের অভিযোগ রয়েছে, সেখানে ‘দি নিউ লাইফ’-এ চিকিৎসা সম্পূর্ণ মানবিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।এখানে চিকিৎসার পাশাপাশি রোগীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে বিশেষ ক্লাস ও কর্মশালার আয়োজন করা হয়।
কেন্দ্রের ধর্মীয় শিক্ষক হাফেজ মো. জিয়াউর রহমান বলেন, আমরা সেবামূলক মনোভাব নিয়ে কাজ করি। অভিভাবকদের আর্থিক সামর্থ্য বিবেচনায় চিকিৎসা, ওষুধ, থাকা-খাওয়া ও ডোপ টেস্টের খরচও আমরা বহন করি। রোগীদের সুস্থতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

সামাজিক পুনর্বাসনের উদ্যোগ

চিকিৎসা শেষে রোগীদের কর্মজীবনে ফেরাতে কেন্দ্রটি পুনর্বাসন কর্মসূচি চালু করেছে। অনেকে এখন ব্যবসা, চাকরি বা শিক্ষা জীবনে ফিরে গেছেন। সমাজে তাদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনাই ‘দি নিউ লাইফ’-এর অন্যতম উদ্দেশ্য। বিশেষজ্ঞ চিকিৎসক মুফতি আল মাহিদ বলেন, মাদকাসক্তি নির্মূলে নিউ লাইফ একটি যুগোপযোগী মডেল তৈরি করেছে। সমাজের অপরাধ, পারিবারিক কলহ ও আত্মহননের প্রবণতা কমাতে আসক্তদের চিকিৎসার বিকল্প নেই। এজন্য সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।

সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

নিউ লাইফ ভবিষ্যতে জেলা পর্যায়ে শাখা কেন্দ্র স্থাপন, স্কুল-কলেজে সচেতনতামূলক সেমিনার এবং পুনর্বাসন প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য-একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নতুন করে ফিরে পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ