1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অবশেষে তৃতীয় পরীক্ষায় পাস করেছেন সাকিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রামীণ ইটের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ! বরিশালে প্যান-এশিয়ান খাবার নিয়ে Too Yum রেস্টুরেন্টের যাত্রা শুরু! ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, শর্ত ও সময় নিয়ে বিভ্রান্তি নড়াইলে তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জন্ম, বিকাশ ও বিপন্নতা: ইতিহাস ও বাস্তবতার সন্ধিক্ষণে” বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক গুম করে গাড়ি-ট্রেনের নিচে ফেলে হত্যা করা হতো একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হন বাদী! ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করে জামিন পেলেন গায়ক নোবেল চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টেনে মারধর

অবশেষে তৃতীয় পরীক্ষায় পাস করেছেন সাকিব

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // সাকিব আল হাসান অবশেষে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেলেন। তাকে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা থাকল না।

এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম‍্যাচে বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপর চেন্নাইয়ে পরীক্ষায়তেও দুঃসংবাদ পান তিনি।

গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে, তিনি গতকাল ফলাফল জেনেছেন। যেখানে সাকিব পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

এ নিয়ে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র দেশের একটি দৈনিককে জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে গত ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তার বোলিং ‌‍অ‍্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এক-দুটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধর্তব‍্যের মধ্যে আনেননি লাফবোরোর বিশেষজ্ঞরা।

সূত্রটি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশে গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম—সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন। অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাতে। রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে দলে পেতে চায় তারা।

এদিকে সারের সহযোগিতায় বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব‍্যাটিং অনুশীলনও করেছেন। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা করে অনুশীলন করেছেন তিনি। প্রায় দুই সপ্তাহের এই অনুশীলনের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাকিব। ছাড়পত্র পেলেন যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার।

অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে ফেরার সুযোগ আবার তিনি কবে পাবেন, সেটি অবশ্য এখনো জানা নেই কারওই। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ