1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আরও বৈদেশিক সাহায্য কমাচ্ছেন ট্রাম্প - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

আরও বৈদেশিক সাহায্য কমাচ্ছেন ট্রাম্প

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // মার্কিন কংগ্রেস অনুমোদিত ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শুক্রবার জানিয়েছে, এ পদক্ষেপে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করায় ফেডারেল অচলাবস্থার ঝুঁকি বেড়েছে।

প্রতিনিধি পরিষদে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের এই কাটছাঁট পররাষ্ট্র দপ্তর ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র কর্মসূচিগুলোর ওপর প্রভাব ফেলবে।

হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সোশ্যাল মিডিয়ায় চিঠির একটি অনুলিপি প্রকাশ করে করেছে। যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট সর্বদা ‘আমেরিকাকে (যুক্তরাষ্ট্র) প্রথমে রাখবেন।’

এদিকে, ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, কংগ্রেস অনুমোদিত তহবিল বাতিলের যে কোনো চেষ্টা হলে, বাজেট নিয়ে আলোচনাই ভেস্তে যাবে।

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যালঘুর নেতৃত্বদানকারী চাক শুমার ট্রাম্পের স্বল্প-পরিচিত আইন প্রণয়ন কৌশলটিকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।

কিছু মধ্যপন্থী রিপাবলিকানও আইন প্রণেতাদের দ্বারা ইতোমধ্যে অনুমোদিত ব্যয় বন্ধ করার ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা প্রকাশ করেছেন।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের কৌশলের জন্য প্রশাসনের একটি ‘দৃঢ় আইনি ভিত্তি’ রয়েছে এবং আদালতে এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ ব্যর্থ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ