কলম্বিয়ার বিপক্ষে চোট পাওয়া গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গেরসন ছিটকে গেছেন দল থেকে। এছাড়া কার্ড জটিলতায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস।
তাদের পরিবর্তে ইতোমধ্যে চারজনকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ দরিভাল জুনিয়র। শুক্রবার (২১ মার্চ) রাতেই এ বিষয়ে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো।
বিবৃতিতে সিবিএফ জানায়, অ্যালিসন সুস্থ আছেন। কোনো ধরনের সমস্যা ধরা পড়েনি। কিন্তু ফিফার কনকাশন প্রোটোকল নিয়মের জন্য তাকে বিশ্রাম দিতে হচ্ছে। অন্যদিকে গেরসন তার বাম ঊরুতে এখনো ব্যাথা অনুভব করছেন। দুজনেই তাদের ক্লাবে ফিরে যাবেন এবং নিজেদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
গ্যাব্রিয়েল ম্যাগালায়েস ও ব্রুনো গিমারেস জোড়া হলুদ কার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন।
তাদের পরিবর্তে ডাক পেয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদো। এছাড়া অ্যালিসনের জায়গায় নেয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।
কনমেবল থেকে বিশ্বকাপ বাছাইয়ের ১৩ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।