1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

কুয়াকাটা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

মো: রাকিব জোমাদ্দার কলাপাড়া, পটুয়াখালী // মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে সাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত তিনদিন ধরে থেমে থমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে বুধবার (২০ আগস্ট) রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত। বুধবার সকাল নয়টা থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দু্র্ভোগে পড়েছে কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক, ও সকল শ্রেণির মানুষ। চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবিরা ও। এদিকে তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। পঁচে যাওয়ার শংকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি সহ মৌসমুী সবজি চাষীরা। সাগরের জেলেদের নিরাপদে থেকে মাছ ধরতে বলা হয়েছে। আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক তারেক জামিল বলেন ২০ আগস্ট বুধবার তারা ঘুরতে আসেন কুয়াকাটা পর্যাপ্ত বৃষ্টির কারণে কুয়াকাটা হোটেলথেকে বের হওয়া সম্ভব হলো না, কুয়াকাটা আকর্ষণীও কোন পয়েন্টই তাদের যাওয়া হলো না, দুই দিনের সফরে এসে দুই দিন শেষ হয়ে গেল হোটেলের রুমের ভিতরে৷ মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে থাকা সকল মাছধরা ট্রলারের বেশিরভাগই মহিপুর শিব্বারিয়া পোতাশ্রয় নিরাপদে আশ্রয় নিয়েছে। কিছু ট্রলার সাগরে থাকলেও তারা কিনারার কাছাকাছি থেকে মাছ ধরতেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ