1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
কোহলি-জ্বরে কাঁপছে দিল্লি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

কোহলি-জ্বরে কাঁপছে দিল্লি

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

স্পোর্টস ডেস্ক // ভারতীয় ক্রিকেট সংস্থার কড়াকড়ি আরোপের পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ভারত জাতীয় দলের ক্রিকেটাররা। আগেই মাঠে দেখা গেছে রোহিত শর্মা-শুভমান গিলদের। আজ বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে নেমেছেন বিরাট কোহলি। ১২ বছর পর এই টুর্নামেন্টে ফিরলেন তিনি।

দর্শক সংখ্যার দিক থেকে ভারতের সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুশতাক আলী ট্রফির মতো অত জনপ্রিয় নয় রঞ্জি ট্রফি। তবে কোহলির উপস্থিতি সব যেন এলোমেলো করে দিয়েছে। প্রাথমিকভাবে রেলওয়ের বিপক্ষে এই ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কথা ছিল না। কিন্তু ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কারণে স্পোর্টস-১৮ ও জিও সিনেমা ম্যাচটি দেখানোর সিদ্ধান্ত নেয়।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম আজ পূর্ণ হয়েছে কানায় কানায়। এমনকি রাত ৩টা থেকেই স্টেডিয়ামের গেটে লাইন দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের প্রত্যাশিত ভিড়কে সামলাতে বিশেষ ব্যবস্থা করেছে। দর্শকদের বিনামূল্যেই খেলা দেখার সুযোগ দিয়েছে তারা। তবে নিয়ে আসতে হবে আসল আধার কার্ড ও যাচাইয়ের জন্য একটি ফটোকপি আনতে হবে।

হাজার হাজার দর্শক কোহলিকে স্বাগত জানিয়ে ‘আরসিবি’, ‘আরসিবি’ স্লোগানে গ্যালারি প্রকম্পিত করেন। রেলওয়ের বিপক্ষে আজ ম্যাচের প্রথম দিনে ফিল্ডিং করছে দিল্লি। স্লিপে দাঁড়ানো কোহলি যখনই গ্যালারির দিকে তাকান তখনই দর্শকরা দ্বিগুণ উৎসাহে তার নামে স্লোগান তোলেন।

এদিকে, ম্যাচ ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। স্টেডিয়ামের ভেতরে এবং আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে দিল্লি পুলিশ। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক কুমার শর্মা বলেছেন, ‘এটি কোনো সাধারণ রঞ্জি ট্রফি ম্যাচ নয়। আমাদের চিকু (কোহলি) খেলছে। আমরা দিল্লি পুলিশকে আগামী চার দিনের জন্য অতিরিক্ত কর্মী সরবরাহ করার জন্য অনুরোধ করেছি। আমাদের নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।’

যদিও এর মধ্যে নিরাপত্তা ভঙ্গ করার ঘটনাও ঘটেছে। আবেগে আপ্লুত এক ভক্ত নিরাপত্তাবেষ্টনী পার করে কোহলির পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করেন। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে তাকে বের করে দেন। অতিরিক্ত দর্শক স্টেডিয়াম গেটে ভিড় করায় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। স্টেডিয়ামের বাইরে পদদলিতও হয়ে তিনজন আহত হন, যাদের একজনের পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে।

হট্টগোলের সময় একজন নিরাপত্তারক্ষীও আহত হন। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর নিরাপত্তা বাহিনী, পুলিশের সাথে, আহত সমর্থকদের চিকিৎসা সহায়তা প্রদান করে এবং ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এছাড়াও, একটি পুলিশের বাইক ক্ষতিগ্রস্ত হয়।

স্টেডিয়াম কিংবা তার আশেপাশে তো বটেই, কোহলি-জ্বর চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ট্রেন্ডিংয়ে আছে হ্যাশট্যাগ বিরাট কোহলি ও হ্যাশট্যাগ রঞ্জি ট্রফি। টি-টোয়েন্টি লিগের রমরমার যুগে কোহলির ঘরোয়া ক্রিকেটে ফেরাকে উদযাপন করছেন তারা।

আজকের আগে ২০১২ সালে সবশেষ রঞ্জি ট্রফিতে খেলেছিলেন কোহলি। তখন গাজিয়াবাদে উত্তর প্রদেশের মুখোমুখি হয়েছিল দিল্লি। কোহলি তখন ভারতের উঠতি তারকা। এরপর তিনি সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে অফফর্মের কারণে আবারও রঞ্জি ট্রফিতে ফিরেছেন কোহলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ