1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ইউপি চেয়ারম্যান পিকলু গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীতে ইউপি চেয়ারম্যান পিকলু গ্রেফতার

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মাহিলাড়া ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান একাধিক মামলার আসামি সৈকত গুহ পিকলুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের কাছে মোহন সাহার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে (পিকলু) গ্রেফতার করা হয়। এ বিষয়টি গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপণ সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের কাছে মোহন সাহার বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকদিন পূর্বে ও নির্বাচনের সময় মারামারি, ১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে ২টি মামলা থানায় তদন্তাধীন রয়েছে। নিয়মিত ওই তদন্তাধীন ২টি মামলার প্রধান আসামি হলো সৈকত গুহ পিকলু। ওই ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান পিকলুকে শুক্রবার বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে ওসি ইউনুস মিয়া জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ