1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
জয়ার ‘জিম্মি’ আসছে ঈদে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

জয়ার ‘জিম্মি’ আসছে ঈদে

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // প্রথমবারের মতো ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। তাও আবার একটি ওয়েব সিরিজে; নাম ‘জিম্মি’। আর এটি জয়ার জন্যও বিশেষ। কেননা এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’তে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

‘মহানগর’, ‘সাবরিনা’র পর অসাধারণ নির্মাণের কারিশমা দিয়ে দর্শকদের জিম্মি করতে আবার আসছেন আশফাক নিপুন। নতুন সিরিজ নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। নিপুনের ভাষ্য, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’

জয়া আহসানের সাথে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুন বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’ প্রচার হবে ২৮ মার্চ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ