আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই আসরে তামিম খেলতে পারেন; এতদিন এটাই শোনা যাচ্ছিল। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে স্পষ্টভাবে তামিম জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে আর ফেরা হচ্ছে না তার।
বর্তমানে বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। ফরচুন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নবীর আমন্ত্রণে নৈশভোজে এসেছিলেন আফ্রিদি। সতীর্থ তামিমও উপস্থিত হন সেখানে। নৈশভোজে তামিম ছাড়াও উপস্থিত হন আফ্রিদির জামাতা বরিশালের খেলা শাহিন আফ্রিদি। ইউটিউবে অনেক আগে থেকেই ভ্লগিং করে আসছেন আফ্রিদি। গতকালও পুরো নৈশভোজ নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন আফ্রিদি।
খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আফ্রিদি-তামিম-নবীরা। এক পর্যায়ে তামিমের কাছে আফ্রিদির জিজ্ঞাসা, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ তামিম তখন উত্তর দেন ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’
তামিমও এসময় আফ্রিদির কাছে জানতে চান, তার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি না। তখন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মজা করে বলেন, ‘আরে তোমাদের অবস্থা যা দেখতেছি, (রাজনীতিতে) আমি আসতেছি না।’ স্পষ্টতই তিনি এখানে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে ইঙ্গিত করেছেন।