1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ট্রফি কি লঞ্চে বরিশাল যাবে? যা বললেন তামিম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

ট্রফি কি লঞ্চে বরিশাল যাবে? যা বললেন তামিম

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বিপিএলের গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বরিশালের ফ্র্যাঞ্চাইজি ‘ফরচুন বরিশাল’। চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে ট্রফি বরিশালে যাবে, গত বছর এমন কথা বলেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান। যদিও শেষ পর্যন্ত নানা বাস্তবতায় আর লঞ্চে করে ট্রফিটি বরিশাল নেওয়া হয়নি।

এবারও বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে হলে তাদের ডিঙাতে হবে চিটাগং কিংসের বাধা। এবারও মিজানুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রফি লঞ্চে করে বরিশাল নেওয়া হবে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও।

তিনি বলেন, ‘যদি হতে পারি (চ্যাম্পিয়ন), তাহলে তো পরিকল্পনা আছেই। গত বছরও পরিকল্পনা ছিল। আমার মনে হয়, যেকোনো কারণেই যাওয়া হয়নি। এটা নয় যে আমাদের ইচ্ছা ছিল না, সব সময় ইচ্ছা ছিল। এবারও আমাদের ইচ্ছা আছে। আল্লাহ যদি রহমত করে, অবশ্যই।’

প্রতিবারের মতো এবারের বিপিএলেও প্রচুর দর্শক সাড়া পাচ্ছে বরিশাল। এত সমর্থনে নিজেদের সৌভাগ্যবান মনে করেন তামিম, ‘প্রথম দিন থেকেই বলি, আমরা খুবই সৌভাগ্যবান যে এমন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি, যাদের এত সমর্থন। চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বলেন, আমরা যখনই যে ম্যাচ খেলেছি, বরিশালের দর্শক সব সময় ছিল। আমরা এটার জন্য খুবই সৌভাগ্যবান মনে করি নিজেদের। বিপিএল নিয়ে আমরা এমন স্বপ্নই দেখেছি। একেকটা ফ্র্যাঞ্চাইজির একেক ধরনের ফ্যানবেজ থাকবে। যেটা আমার কাছে মনে হয়, বরিশাল খুব সফলভাবে করতে পেরেছে, বিশেষত গত দুই বছরে। তাদের জন্য পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেন আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি।’

বরিশালের হয়ে খেলা তামিমের জন্ম চট্টগ্রামে। নিজ শহরের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলা থাকায় চট্টগ্রামের দর্শকরা বিভক্ত হয়ে যাবেন কি না এমন প্রসঙ্গে তামিম বলেন, ‘যদি আমি সত্যি বলি, চট্টগ্রামের (মানুষদের) তাদেরই (চিটাগং কিংস) সাপোর্ট করা উচিত। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে। কিন্তু চিটাগং ফাইনাল খেলছে, চট্টগ্রামের মানুষ তাদের নিজেদের দল সাপোর্ট করবে, এটাই প্রত্যাশা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ