বিনোদন প্রতিবেদক // পাইরেসির ছোবল থেকে রক্ষা পেল না শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির কয়েক দিনের মাথায় অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড এইচডি ভার্সন, যা নির্মাতাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
শুক্রবার রাত থেকেই টেলিগ্রামের একাধিক চ্যানেলে পাওয়া যাচ্ছে সিনেমার সম্পূর্ণ কপি। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটে। ইউটিউব, টেলিগ্রাম ও কিছু ওয়েবসাইটে চলছেই এই অবৈধ প্রদর্শন।
সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠান আলফা আই-এর কর্ণধার শাহরিয়ার শাকিল জানান, শুরু থেকেই পাইরেসি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানের একটি এজেন্সিকে যুক্ত করা হয়েছে। যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তবে প্রযোজক মনে করেন, পাইরেসির কারণে ‘তাণ্ডব’-এর ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে না। শাকিল বলেন, “বিশ্বের অনেক বড় সিনেমাও পাইরেসির শিকার হয়েছে। তবে বড় পর্দায় সিনেমা দেখার আলাদা স্বাদ আছে, যা ওটিটি বা মোবাইল স্ক্রিনে পাওয়া যায় না।”
রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নেমেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স—সবখানেই চলছে হাউসফুল শো। দর্শকের আগ্রহ এবং অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ দেখে প্রযোজনা প্রতিষ্ঠান আশাবাদী, পাইরেসির প্রভাব কাটিয়ে সিনেমাটি সফলতা পাবে।
তবে সিনেমার কিছু দৃশ্য ইতোমধ্যে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে, কারণ এটি বিদেশেও মুক্তি পেয়েছে।
পাইরেসি বিষয়ে পরিচালক রায়হান রাফী মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, এটি রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে ‘তুফান’ সিনেমায় দুজনের প্রথম জুটি প্রশংসিত হয়েছিল।
শাকিব খানের পাশাপাশি ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।