চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল। যেখানে দ্বিতিয়ার্ধে ৩৩ মিনিটের মধ্যে পাঁচটি গোল করে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখল তারা।
প্রথমার্ধে ৩০ ও ৩৪ মিনিটের মধ্যে ডোনিয়েল মালেন ও জেমি গিটেন্সের গোলে চালকের আসনে বসে ডর্টমুন্ড। তবে বিরতির পর ৬০তম মিনিটে আন্টোনিও রুডিগারের গোলে লড়াইয়ে ফেরে রিয়াল।
কিন্তু এরপর রিয়াল যে ভয়ঙ্কর রূপ নেয়, তাদের আটকানোর কোনো উপায় যেন ছিল না ডর্টমুন্ডের। ভিনিসিয়াসের ৬২, ৮৬ ও দ্বিতীয়ার্ধের যোগ করা তৃতীয় মিনিটে হ্যাটট্রিক ও ও লুকাস ভাসকেসের ৮৩তম মিনিটে এক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারীরা।
এদিকে চ্যাম্পিয়নস লিগে আগের রাউন্ডে লিলের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। পয়েন্ট টেবিলে তাদের অবনমন হয়েছিল। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ডর্টমুন্ড।