ডেস্ক রিপোর্ট // নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমার মুক্তির পর নতুন সিনেমার কাজের জন্য গল্প পড়ছেন। প্রথম সিনেমা ‘কাজল রেখা’ এবং দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’তে কাজের পর তিনি নতুন প্রস্তাব পেয়েছেন।
মন্দিরা বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্প এবং চরিত্র। দুটি সিনেমার গল্প পছন্দ হয়েছে। সেগুলো মন দিয়ে পড়ছি। দেখা যাক কী হয়।’
তিনি জানান, অর্থ বা সম্মানী নয়, গল্প ও চরিত্রের মানের দিকেই তার মনোযোগ বেশি।
‘নীলচক্র’ সিনেমাটি সিনেপ্লেক্সে আবারো প্রদর্শিত হবে বলে জানান মন্দিরা। তিনি বলেন, ‘আশা করি যারা আগেরবার দেখেননি, এবার তারা হলে গিয়ে দেখবেন। আমিও যাবো।’
মন্দিরা চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন। তিনি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করলেও মূল লক্ষ্য ছিল চলচ্চিত্রে কাজ করা। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘কাজল রেখা’ দিয়ে তার চলচ্চিত্রে অ