গাজী আরিফুর রহমান, বরিশাল ব্যুরো।।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি ও চরম অব্যবস্থাপনা, স্টাফদের অসদাচরণ, সরকারি ওষুধ না দেয়া ও নিম্নমানের খাবার সরবরাহসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সদ্য গোপনে অবৈধভাবে নিয়োগকৃত টিকাদানকর্মীদের নিয়োগ বাতিল ও বহু বছর ধরে একই স্টেশনে থাকা টিএইচও ডা.শিউলী পারভীনসহ অসৎ, স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের জনগণ।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আজমল হোসেন, মায়েল হোসেন, তরুণ সমাজসেবক বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।
বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে উপজেলাবাসী হাসপাতালে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । হাসপাতালটি দুর্নীতির আতুড়ঘর তৈরি করে রেখেছে। স্বৈরাচার হাসিনা যেমন দুর্নীতি করেছে তার আমলে নিয়োগ নেওয়া এই টিএচও নানা দুর্নীতি করেছে।আমরা এই দুর্নীতিবাজ টিএচওর অপসারণ চাই।
এ বিষয়ে অভিযুক্ত টিএচও ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন,এ বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।