সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে বাড়ির পাশে নিজের ধানের জমিতে বিদ্যুতায়িত হন তিনি।
মারা যাওয়া মো. জয়নাল হাওলাদার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদণ্ডা গ্রামের প্রয়াত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম সাংবাদিকদের জানান, ইঁদুর মারার জন্য নিজের ইরি ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন জয়নাল হাওলাদার। সকালে বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান তিনি। দুপুরে ক্ষেতে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন জয়নাল হাওলাদার।
তিনি আরও জানান, বিষয়টি ছেলে কবির হাওলাদার দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মারা যান বৃদ্ধ কৃষক জয়নাল।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম।