
রাজধানী ঢাকার তেজগাঁও এ অবস্থিত বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস হাই স্কুল এর কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে সড়কে আন্দোলন করেছে।
গত সোমবার (১৩ অক্টোবর) সকালে এ আন্দোলন এর সূচনা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি হলো তাদের বিদ্যালয়ের সামনে থেকে ট্রাক, কাভার ভ্যান, পিকআপ পার্কিং বন্ধকরণ।
তাদের ভাষ্যমতে, তাদের বিদ্যালয়ের সামনে এসব যানবাহন রাখার কারণে তাদের শিক্ষার পরিবেশ নষ্ট হয়। রাস্তায় রেখে যানবাহন মেরামত এর ফলে বিদ্যালয়ে প্রবেশ করতে অসুবিধা হয় এবং ঠিকমত পরিক্ষায় বসতে পারে না।
তাছাড়া এটি একটি কম্বাইন্ড বিদ্যালয় হওয়ায় এখানে অনেক মেয়েরাও পড়ালেখা করে। তাদেরকে ট্রাক শ্রমিকদের কাছে থেকে নানাভাবে উত্যক্তের ঘটনাও শোনা গেছে নারী শিক্ষার্থীদের মুখে। তাই তারা তাদের নিরাপত্তা,নিরাপদ সড়ক ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ র্যালির আয়োজন করে।
তাদের হাতে ছিল পোস্টার, প্লাটুন ও ব্যানার। সেখানে তাদের দাবিগুলো ছিল ‘‘ট্রাক মুক্ত রাস্তা চাই’’, ‘‘বিদ্যালয় সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ সরাতে হবে’’,‘‘যাতায়াতের নিরাপত্তা চাই’’।
তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এর আশেপাশে যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলোর একশো ভাগের আশি ভাগই বড় বড় ট্রাক ও কাভার ভ্যানগুলো দখল করে রাখে। এতে করে শুধু শিক্ষার্থীদেরই নয় পথচারীদেরও যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য শিক্ষার্থীরা প্রশাসন এর কাছে জোরদার দাবি জানিয়েছে, এসব যানবাহন অপসারণ করে একটা সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার।