1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
নির্মাতা স্বামীকে পুলিশে দিলেন ‘বেক্কল বউ’র অভিনেত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

নির্মাতা স্বামীকে পুলিশে দিলেন ‘বেক্কল বউ’র অভিনেত্রী

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // ‘বেক্কল বউ’ নাটকের মধ্যদিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। আর এই নাটকের নির্মাতা আদিবাসী মিজান। ভালোবাসে এই নির্মাতাকে বিয়ে করেন মানসী। কিন্তু সেই সংসার জীবন যে ভালো যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট।

স্বামী আদিবাসী মিজানের প্রতি বিরক্ত হয়ে গতকাল রবিবার তাকে পুলিশে দিলেন স্ত্রী মানসী প্রকৃতি। আর ওই সময় অভিনেত্রী ছিলেন ফেসবুক লাইভে। এসময় অভিনেত্রী বলতে থাকেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর, … এই মানুষের আর কী থাকে। মদ খাইয়া সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছেন। যে আমাকে নিয়ে যেসব কথা বলে যাচ্ছে, তাকে তার প্রমাণ দিতে বলেন; প্রয়োজনে লাইভে আসতে বলেন। আমি আর মেনে নিতে পারছি না।’

লাইভে আদিবাসী মিজানকে নেশাগ্রস্থ অবস্থায় চিৎকার করতে দেখা গেছে। মানসীও এসময় অভিযোগ করে বলেন, ‘আদিবাসী মিজান বলছে নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি। আমি তাকে কেন মারব। রোজার সময় সে রোজা না রেখে মাদ খেয়ে যাচ্ছে। আর বাজে সব কথা বলে যাচ্ছে।’

 

অভিনেত্রী আরও বলেন, ‘আমি আজকে বাধ্য হয়েছি লাইভে আসতে; ওকে পুলিশে দিতে। একটা মানুষ প্রতি রাত বাহিরে কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি এই কথাগুলো ওর পরিবারকে বলেছি। ওর মাকে, বোনকে বলেছি। তাদের কাছেও সাহায্য চেয়েছি, ওকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি। বরং ও আমার নামে আজেবাজে কথা বলে যাচ্ছে। আর মেনে নেওয়া যায় না।’

উল্লেখ্য, নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন মানসী প্রকৃতি। তবে এই মুহূর্তে অভিনেতীর ব্যস্ততা নাটক নিয়েই। সম্প্রতি কাজ করেছেন বেশ ক’টি নাটকে। এর মধ্যে ‘দুই বউ বয়রা’, ‘বেক্কল না সোজা’ অন্যতম। এ ছাড়া ‘বউ বেক্কল’ নাটকের সিক্যুয়েল আসবে সামনে। একক নাটক ছাড়াও পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন মানসী প্রকৃতি।

মানসী প্রকৃতি অভিনীত ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ‘জল শ্যাওলা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দুই ঘণ্টা ১০ মিনিট’ ও ‘রং রোড’ নামে দুটি সিনেমার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ