1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রশংসায় ভাসছে ‘জ্বীন’র ‘কন্যা’! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

প্রশংসায় ভাসছে ‘জ্বীন’র ‘কন্যা’!

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // গানে গানে ফারিয়াকে ডেকে সজল বলছেন, ‘কন্যা… কন্যা… কন্যা… রে/ বলবো মনের কথা… শোন না রে…।’ মাত্র ১ দিনেই নেটদুনিয়া জয় করে নিয়েছে গানটি। সেইসাথে প্রশংসার বন্যায় ভাসছেন সজল ও ফারিয়াও। ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার গান এটি। শিরোনাম ‘কন্যা’।

‘কন্যা’য় রীতিমত রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। এতে ফারিয়া তিনটি ভিন্ন কস্টিউমে হাজির হয়েছেন। সিঁদুর লাল শাড়িতে একেবারে টুকটুকে বউয়ের সাজে, কুসুম রঙা শাড়িতে যেন নামিয়েছেন বসন্ত এবং সাদা কুর্তিতে মোহনীয় ফারিয়া নজর কেড়েছেন সবার। অন্যদিকে আব্দুন নূর সজলও পরেছেন ভিন্ন তিনটি রঙের কস্টিউম। সাদা, কুসুম ও কালো রঙের পাঞ্জাবিতে তিনিও এসেছেন দর্শকদের সামনে।

গানের আকর্ষণীয় বিষয় হল- এতে রং-বেরঙের মুখোশ ব্যবহার করে রঙের বাহারে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। স্পষ্ট ঈদ উৎসবের আমেজও। ‘কন্যা’র কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি গানটির সুর-সংগীতও ইমরানের।

এদিকে, নেটিজেনদের পাশাপাশি ‘কন্যা’র প্রশংসায় মেতেছেন শোবিজের তারকারাও। গানটি শেয়ার করে শবনম বুবলী লিখেছেন, ‘এই গানে তোমাকে খুব সুন্দর লাগছে নুসরাত ফারিয়া। অনেকদিন পর এমন গানে তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমাকে ভালোবাসি প্রিয়। গানটি যেমন সুন্দর, তেমন কালারফুল। পুরো টিম দারুণ কাজ করেছে।’

ফারিয়ার প্রশংসা করে মাহিয়া মাহি লিখেছেন, ‘আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত।’

সিয়াম আহমেদ গানটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বেস্ট অব লাক টিম।’ তানজিন তিশা দর্শকদের ‘কন্যা’ গানটি দেখার পাশাপাশি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান।

মেহজাবীন চৌধুরী গানটি শেয়ার করে সজলকে বড়পর্দায় ফেরার সাধুবাদ জানিয়ে লিখেছেন, ‘অসাধারণ গান! সজল নূর ভাইয়াকে বড়পর্দায় ফিরে আসতে দেখে ভালো লাগলো!’ এমন অসংখ্য ইতিবাচক মন্তব্য পড়েছে গানটি ঘিরে।

বলা দরকার, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হন তৃতীয় কিস্তিতে। প্রথম কিস্তিতে বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা।

২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে এর দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’। সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ