1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফারিণের এক হাতে গোলাপ, অন্য হাতে রক্তমাখা কুড়াল! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

ফারিণের এক হাতে গোলাপ, অন্য হাতে রক্তমাখা কুড়াল!

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // প্রথমে মোশাররফ করিম, এরপর শরিফুল রাজ- আসন্ন ঈদে ‘ইনসাফ’ সিনেমার নতুন লুকে দর্শকদের সামনে হাজির হন তারা। এবার প্রকাশ্যে এল সিনেমার প্রধান নারী চরিত্রে থাকা তাসনিয়া ফারিণের লুক।

গতকাল রবিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত ফারিণের একক পোস্টারে ভিন্ন একটি লুকে ধরা দিয়েছেন তিনি। পোস্টারে অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল দেখা গেছে!

পোস্টার দেখে অনেকেই বলছেন, এ কেমন ‘ইনসাফ’? কেননা, এক হাতে ফুল, অন্য হাতে রক্তমাখা কুড়াল- এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।

পোস্টারটি প্রকাশ করে সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার ফেসবুকে লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই…।’ একই ক্যাপশনসহ পোস্টারটি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন ফারিণ।

এর আগে, ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরিফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করেন নির্মাতা। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে- অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। আর এই সিনেমার মধ্যদিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ