1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বরিশালে যোগ দিচ্ছেন মিলার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

বরিশালে যোগ দিচ্ছেন মিলার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারের ডাকনাম ‘কিলার মিলার।’ আইপিএলসহ দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ কাঁপালেও বিপিএল খেলা হয়নি তার। চলতি আসরে মিলারকে প্রথমবারের মতো দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। প্লে-অফে দলটির সঙ্গে যোগ দেবেন তিনি।

আসরে ১০ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে বরিশাল আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। প্লে-অফ প্রায় নিশ্চিত তামিম ইকবালদের। সেরা দুইয়ে থাকতে পারলে সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ রয়েছে। তবে, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে সেরা দুইয়ে আসাটা কঠিন। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর রাউন্ড।

বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবং ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফার অনুষ্ঠিত হবে। এর আগেই বরিশাল শিবিরে যোগ দেবেন ডেভিড মিলার। প্রথমবারের মতো মাতাবেন বিপিএলের মঞ্চ। মিলার ছাড়াও বরিশালে আছে কেশভ মহারাজ, কাইল মায়ার্স, আহমেদ শেহজাদরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ