নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল চরমোনাই ইউনিয়নের বুখাই নগরে গত সাত মাস আগে ২৮/৮/২০২৪ তারিখ, নিজ সন্তানের গায়ে গরম পানি ছুড়ে ঝলসে দেয় ওই শিশু কন্যার পিতা সাগর ৩০।
স্থানিয় সুএে জানাযায় অভিযুক্ত সাগরের সাথে পূর্ব থেকেই তার ইস্ত্রি ফারজানা ইসলাম শারমিনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল, তারই জের ধরে গত সাত মাস আগে গরম পানি তে দগ্ধ হতে হয় ৫বছরের শিশু কন্যাকে।
পরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসার জন্য এগিয়ে আসেনি সাগরের পরিবারের কেউ।
পরে নিরুপায় হয়ে মানুষের কাছে হাত পেতে সাহায্য তুলে চিকিৎসা চালাতে হয় ভুক্তভোগী শিশুকন্যার মা ফারজানা ইসলাম শারমিনকে।
এদিকে এবিষয়ে অভিযুক্ত সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পরে জাবিনে বেড়িয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভিতি হুমকি আসছিল সাগরের পরিবার।
মামলা তুলে না নিলে ওই মামলার বাদি ফারজানা ইসলাম শারমিনের বিরুদ্ধে একই ধারায় একটি পাল্টা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদি শারমিন।
তিনি আরও জানায় বিভিন্ন সময় ফোনে বা সামনাসামনি মা ও মেয়েকে হত্যার হুমকি দিয়ে আসছে সাগর এতে নিরাপত্তা হিনতায় ভুগছি ও রাস্তা ঘাটে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পরেছে আমার জন্য,
এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় আরো একটি সাধারণ ডায়রি করা হয়েছে।