নিউজ ডেস্ক।।
বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে ইয়াতিমদের সন্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ০৮ ই মার্চ শনিবার নগরীর আল ইখওয়ান ইয়াতিমখানা ও কমপ্লেক্সের হলরুমের অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা হাবিবুর, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন,শামীম কবির।
কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবি থানা সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কাউনিয়া থানা সেক্রেটারি আব্দুর রহমান জামায়াত নেতা নাসির উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেন, আমরা আজকে ইফতার করছি যারা কচি বয়সে তাদের পিতা মাতা হারিয়েছেন। আমরা এখানে যারা আছি তাদেরও অনেকের পিতা মাতা নেই আমরাও ইয়াতিম। আমরা ইয়াতিমদের ব্যাপারে সদয় হওয়ার চেষ্টা করবো, সব সময় তাদের ব্যাপারে সদয় হওয়ার চেষ্টা করবো।
আল্লাহর রাসুল(স.) শিশু বয়সে পিতা মাতা হারিয়েছেন তার দাদা, চাচা, ফুফুরা তাকে লালন পালন করেছে কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। আল্লাহ যখনই দান এর কথা বলেছেন, তখনই মিসকিনদের ব্যাপারে কথা বলছেন কিন্তু আমরা দেখতে পাই ইয়াতিমদের অধিকার দেয়ার পরিবর্তে তাদের সম্পদ ও অধিকার নষ্ট করা হয়।
রমজান মাসে আল্লাহর দেয়া বিধান ইয়াতিমদের প্রতি সদয় হওয়া, আমরা সকলে সেটা আমল করার চেষ্টা করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে আল্লাহর হুকুমাত কায়েম হওয়ার মাধ্যমে ইয়াতিম ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।