বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে অপারেশনের পর অভিনেত্রী কিছুটা সুস্থ বোধ করছেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি পিকেল বল খেলতে গিয়ে মারাত্মক এ দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী।
পিকেল বল মূলত টেনিসের মতোই একটি খেলা, তবে এতে ব্যবহৃত বলটি বেশ শক্ত থাকে। খেলতে গিয়ে ভাগ্যশ্রীর মুখে বলের আঘাত লাগে, যার ফলে গুরুতরভাবে আহত হন তিনি। ভাগ্য ভালো যে তার চোখ একটুর জন্য রক্ষা পেয়েছে।
ভাগ্যশ্রীর পোস্ট করা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। সিনেমার জগতে এখন নিয়মিত না থাকলেও তার জনপ্রিয়তা যে কমেনি, তা তার পোস্টের কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট।
একসময় বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও ৯০-এর দশকের এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে রুপালি পর্দার আড়ালে রয়েছেন। তবে ভক্তদের মাঝে এখনো জনপ্রিয় এই অভিনেত্রী।
‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমা তার অন্যতম জনপ্রিয় সিনেমা। এই সিনেমায় সালমানের সঙ্গে তার জুটি প্রশংস আপেয়েছিল দর্শক মহলে।
সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। এর মধ্যে রয়েছে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’। অন্যদিকে দীর্ঘ ৩৩ বছর পর আবার পর্দায় সালমানের সঙ্গে দেখা গেছে ভাগ্যশ্রীকে। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার একটি দৃশ্যে দুজনকে একসঙ্গে দেখা গেছে।