এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২০৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। ফিফটি করে অপরাজিত আছেন স্টাবস।
এদিন প্রোটিয়ারা উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে। অবশেষে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ৩৩ রান করা এইডেন মার্করামকে মুমিনুল হকের ক্যাচে ফেরান এই স্পিনার।
আজ মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এ টেস্টে বাংলাদেশ দলে রয়েছে বেশকিছু পরিবর্তন। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
এদিকে দ. আফ্রিকা প্রথম টেস্ট জিতে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।