সফিউর রহমান মিঠু, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের ৪৮ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শিবু বণিককে অপহরণের প্রতিবাদ ও দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।
এতে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, রেজাউল কালমাল পল্টু, অতুল পাল, বিএনপি নেতা গাজি গিয়াস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নূরুল আমিন।
বক্তারা বলেন, যেকোন মূল্যে ব্যবসায়ী শিবু বনিককে অক্ষত উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের অওতায় এনে বিচারের দাবি জানান তারা। এছারা বাজারের ব্যাবসায়ীদের সুরক্ষা দিতে একটি পুলিশ ষ্টেশন করার দাবিও জানান বক্তারা।
ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল বিভাগীয় উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার(এসপি) মো. আনোয়ার জাহিদ।
উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ‘আমাদের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। আশা করছি খুব কাছাকাছি সময়ের মধ্যে শিবু বনিককে আপনাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা ও ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় শিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রায় বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা করেছেন।
শিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রায় বলেন, ‘আমার স্বামীর সাথে কারো কোন শত্রুতা নেই। আমি যে কোন মূল্যে আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরৎ চাই।
শিবু বণিকের স্বজন সনজিৎ বণিক বলেন, তাঁর ডায়াবেটিক ও হৃদরোগ আছে। সময়মতো ওষুধ না খেলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে।