স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন চর ফতেপুর গ্রামে চাচা শশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮ টায় শরিফ বাড়ির ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত শামসুন্নাহার শান্তা (৩০) ছেলে শিহাব শরীফ (১৭) ও ননদ রেকছনা পারভীন (৩৬) তারা উভয়েই হলেন চর ফতেপুর গ্রামের বাসিন্দ। আহত শামসুন্নাহার শান্তা, শিহাব শরীফ ও রেকছনা পারভীন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শামসুন্নাহার জানান প্রায় ৩/৪ মাসে যাবৎ তার চাচা শ্বশুর মো: তালেব শরীফ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার ও প্রস্তাবে রাজি না হওয়ায় শামসুন্নাহার কে দেখলেই আজেবাজে গালি গালাজ করেন এতে প্রতিবাদ করায় শামসুন্নাহার কে বেদর পিটায় বিষয়টি তার ছেলে শিহাব শরীফকে জানালে শিহাব আগৈলঝাড়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের এস আই নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায় নাসির উদ্দিন তালেব শরিফদের সাথে লিয়াজ করে চলে যান, পুলিশ চলে যাওয়ার পরেই ক্ষিপ্ত হয়ে তালেব শরীফ, শাওন শরীফ, আনিছ চকিদার, জলিল চৌকিদার ও মাসুম চৌকিদার সহ 2/3 জন মিলে হত্যার উদ্দেশ্যে রড,গাবের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। তাদের ডাক চিৎকার শুনে ননদ রেকছনা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।