1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বিএনপিতে আ.লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বিএনপিতে আ.লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন ফখরুল

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসী, যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের আশ্রয় বিএনপিতে নেই।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

এদিন তিনি ৬০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার কম্বল বিতরণ করার কথা জানিয়েছে জেলা বিএনপি।

এ সময় তিনি বলেন, শীতের মৌসুমে দুস্থদের জন্য সরকার কোনো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। তাই আমরা নিজেরই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ