ভিডিও বার্তায় দেশের জনগণের জন্য নিজের আত্মত্যাগের কথা তুলে ধরে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন,‘এই দেশের জনগণের জন্য কতবার আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু তবুও আমি পিছুপা হইনি।’
তিনি বলেন, ‘৫ আগস্টের যে আন্দোলন হয়েছিল সেখানে আমি হিরো আলম কিন্তু মাঠে ছিলাম। আপনারা দেখবেন, শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র আন্দোলনে আমি কিন্তু সংগ্রাম করতাম। তা বাদেও আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল, তখনো কিন্তু আমি আওয়ামী লীগের কোনো মন্ত্রী-এমপিকে ছাড় দিয়ে কোনো কথা বলিনি।’
আন্দোলনের শুরু থেকেই অনেক পরিশ্রম করেছেন উল্লেখ করে হিরো আলম বলেন, ‘সবকিছু মিলিয়ে দেখবেন আমি কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করেছি। বাংলাদেশের জন্য আমি অনেক কথা বলেছি, সংগ্রাম করেছি, মার খেয়েছি। আমার যেহেতু যোগ্যতা, টাকাপয়সা নেই, দেখতে সুন্দর না। কিন্তু একজন মানুষ হিসেবে যতটুকু করার দরকার, আমি তার চেয়েও জনগণের জন্য বেশি করেছি।’
ভিডিও বার্তায় হিরো আলম দাবি করেন, ‘বিএনপির বিরুদ্ধে করা মামলাটি তিনি নিজের ইচ্ছায় করেননি, বরং তাকে জোর করে করানো হয়েছিল।’ এমনকি আদালতে দাঁড়িয়েও মামলাটি করতে চাননি বলেও উল্লেন করেন এই স্বতন্ত্র প্রার্থী।