স্ট্রাইকে থাকা নাঈম ইসলাম টমাসের প্রথম বলেই তুলে মেরে ক্যাচ হন। তবে আম্পায়ার নো বল ডাকেন। ফ্রি হিটের বলে অবশ্য কোনো রান আসেনি। তবে এরপরের বলে ফের ‘নো’ এবং ছক্কা। পরের দুটি বল যথাক্রমে ওয়াইড। এরপরের বল ‘নো’ এবং চার। ফলে এই এক বলেই আসে ১৫ রান। আর ১২ বলে আসে মোট ১৮ রান। তবে পঞ্চম ডেলিভারিতে তিনি নাঈমকে শিকার করেন।
এক বলে ১৫ রান হয়ে বিশ্বরেকর্ডও হয়েছে। এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার। সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।