1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বিপিএল/১ বলে ১৫ রান! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বিপিএল/১ বলে ১৫ রান!

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং কিং ও খুলনা টাইগার্স। যেখানে ১ বলেই ১৫ রান দিয়েছেন খুলনা বোলার ওশানে টমাস। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চিটাগংয়ের ইনিংসে প্রথম ওভার করতে আসেন এই ক্যারিবীয়, তবে ওয়াইড ও নো বলের কারণে তাকে শেষ পর্যন্ত ওভার শেষ করতে হয় ১২ বলে।

স্ট্রাইকে থাকা নাঈম ইসলাম টমাসের প্রথম বলেই তুলে মেরে ক্যাচ হন। তবে আম্পায়ার নো বল ডাকেন। ফ্রি হিটের বলে অবশ্য কোনো রান আসেনি। তবে এরপরের বলে ফের ‘নো’ এবং ছক্কা। পরের দুটি বল যথাক্রমে ওয়াইড। এরপরের বল ‘নো’ এবং চার। ফলে এই এক বলেই আসে ১৫ রান। আর ১২ বলে আসে মোট ১৮ রান। তবে পঞ্চম ডেলিভারিতে তিনি নাঈমকে শিকার করেন।

এক বলে ১৫ রান হয়ে বিশ্বরেকর্ডও হয়েছে। এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার। সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ