এদিকে বিয়ের পরও প্রাক্তন স্বামীর (এজাজ মুন্না) সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকে আছে বলে জানিয়েছেন মম। দু’জনই সন্তানকে সময় দিচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
এক ভিডিও সাক্ষাৎকারে মম বলেন, ‘আমরা আসা-যাওয়ার মধ্যেই থাকি। আমার ছেলের মেন্টাল হেলথের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য দুজনেই চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে বিবাহের চেয়ে বন্ধুত্বটা জীবনে অনেক বেশি ইফেক্টিভ। মুন্না সেই সাপোর্টটা আমাকে দিচ্ছে।’
মম আরও বলেন, ‘মুন্না একজন ভালো বন্ধু। আমার কাছে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।