1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বিয়ের পিঁড়িতে বসলেন রিয়ালের ব্রাজিল তারকা এনদ্রিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসলেন রিয়ালের ব্রাজিল তারকা এনদ্রিক

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // এক বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক ও স্বদেশি মডেল গাব্রিয়েলি মিরান্দা। এ বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হইচই ফেলে দেওয়া ১৮ বছর বয়সী এনদ্রিকের থেকে তার স্ত্রী মিরান্দার বয়স ৫ বছর বেশি।

চার হাত এক হওয়ার পর ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ইনস্টাগ্রামে বিয়ের খবরটি দিয়েছেন বাইবেলের একটি অনুচ্ছেদ উদ্ধৃত করে। তিনি লিখেছেন, ‘ম্যাথু ১৯: ৬—তাই তাঁরা এখন আর দুই নেই, এক। সুতরাং ঈশ্বর যাদের এক করেছেন, কেউ তাদের আলাদা করতে পারবে না।’ বাইবেলে যেকোনো বিয়েকেই এভাবে উল্লেখ করা হয়েছে।’

এর আগে এনদ্রিক আর মিরান্দার প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয় গত বছর অক্টোবরে। তবে তাদের প্রেমের সময় কিছু শর্ত যোগ করা হয়। শর্তে বলা হয়, ‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’ চুক্তির দ্বিতীয় শর্ত যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার-আচরণ পাল্টে ফেলা’ নিষিদ্ধ।

সেখান তারা আরও জানিয়েছেন, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক।’ নিজেদের মধ্যে কথা বলার সময় কিছু শব্দও তারা ছেঁটে ফেলেছেন চুক্তির শর্ত অনুযায়ী। সেগুলো হলো ‘হুম’, ‘আহেম’, ‘ওকে’, ‘বিউটি’ ও ‘লোল’।

এনদ্রিকের বয়স তখন মাত্র ১৭ বছর ছিল। মিরান্দা তার চেয়ে ৫ বছরের বড় হলেও কীই বা আর বয়স! তখন তো মাত্র ২২। শর্ত মানতে ভুল করলে কী হবে, সেটাও তাই যুক্ত ছিল চুক্তিতে। এনদ্রিক জানিয়েছিলেন, ভুলে হলে ‘জরিমানা দিতে হবে’ আর সেটি হতে হবে উপহারের মোড়কে। এনদ্রিকের ভাষায়, ‘যে এই নিয়ম ভাঙবে মাসের শেষে তাকে এমন কিছু দিতে হবে, যেটা তার প্রেমিক/প্রেমিকার পছন্দের। যেমন আমি তার কাছে একটি অ্যাপল হেডসেট চেয়েছিলাম, সে সেটি দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ